CSK এবং ধোনির সম্পর্ক ২০০৮ সাল থেকে। মাঝে দু বছর নির্বাসনের জন্য অন্য টিমে খেলেছিলেন ধোনি। সিএসকে নির্বাসন কাটিয়ে IPL-এ ফেরার পর, ধোনির আবার হলুদ জার্সিতে প্রত্যাবর্তন হয়। চেন্নাইয়ের হয়ে ২০৪ ম্যাচে খেলেছেন ধোনি। জিতেছেন ১২১টি ম্যাচ। পরাস্ত হয়েছেন ৮২টি ম্যাচে। ন'বার ফাইনালে তুলেছেন নিজের টিমকে। জিতেছেন চার বার। উইনিং পারসেন্টেজ
IPLwww.facebook .com -এ MS Dhoni নেতৃত্ব দিয়েছেন ২০৪টি
২০১০-এর IPL সেমিফাইনালের 'ত্রাতা'
মরণবাঁচন ম্যাচে ধোনির ইনিংসে ভর করে সেমিফাইনালে যায় চেন্নাই সুপার কিংস। পঞ্জাবের বিরুদ্ধে ২৯ বলে করেন ৫৪ রান। শেষ ওভারে ইরফান পাঠানের ওভারে ১৮ রান করেন মাহি। যা এখনও পর্যন্ত IPL-এ অন্যতম সেরা ইনিংস। (
আঠারোতেও তিনিই 'টপে
mayablog59blogspot.com'
বঙ্গালুরু অন্যতম বড় মাঠ ভারতের। সেখানে RCB-র বিরুদ্ধে ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে সাহায্য করেছিলেন।দলের টপঅর্ডার তাড়াতাড়ি ফিরে গেলেও, তিনি একাই ৩০ বলে ৮৪রান করে দলক
ক্যাপ্টেন 'কুল' অ্যান্ড 'হট'
সাধারণত 'ক্যাপ্টেন কুল'-বলা হয় ধোনিকে। কিন্তু, ২০১৯ সালের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ার বেন স্টোকস নো বলের সংকেত না দেওয়ায় ধোনি মাঠে নেমে হতাশা প্রকাশ করেন। কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন তিনি। (ছবি সৌজন্য-
আদর্শ ক্রীড়াবিদ
২০২১ -এর ফাইনালে KKR -কে হারিয়ে ট্রফি জেতার পরেও গোটা টুর্নামেন্টে নাইটদের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন মাহি। যা সাধারণত বিপক্ষ দলের ক্যাপ্টেনরা করেন না। (ছবি সৌজন্য-https://mayablog59.blogspot.com
ছাড়লেন 'ক্যাপ্টেন' তকমা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন